মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
—————————————-
এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৫ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম সীতাকুন্ড থানাধীন ফকিরহাট এলাকায় হতে ১৩০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় হতে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফকিরহাট এলাকায় একটি বাড়ীতে অবৈধ ভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ০১৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার
সীতাকুন্ড থানাধীন দক্ষিন সলিমপুর ফকিরহাট এলাকার জৈনক বাবুল আহমদ এর টিনশেড বিল্ডিং এর ২৮ নং রুমে এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টেরপেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ মোতালেব হোসেন (৪২) পিতাঃ মৃত মমিনুল হক, সাং-কাবিলপুর, এবং ২। মোঃ নুরুন্নবী (৩৫), পিতাঃ আবুল কালাম, সাং-মোহাম্মদপুর, উভয় থানাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্ত
মতে উক্ত ভাড়া ঘরের ভিতরে তোশকের নীচে হতে ০৮টি পলিথিনের প্যাকেট বিশেষ কৌসলে রক্ষিত ১ হাজার ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।
খ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভা এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ এপ্রিল ২০২৫ইং তারিখে আনুমানিক ০৬০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নাজিরহাট
পৌরসভা এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী তোপেল চাকমা (২৪), পিতা-নিরঞ্জন চাকমা, সাং-পেত্তিপাড়া, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার সাথে থাকা ০১টি ব্যাকপ্যাক এবং ০১টি ট্রাভেল ব্যাগের ভিতর হতে বিশেষ কৌশলে রক্ষিত ১৯.৫০ কেজি উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এবং ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।