মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
মোঃ সাহাজুদ্দিন সরকার।
গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ সাইজ উদ্দিনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ।
সোমবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় এ মিছিল হয়।
দলীয়সূত্রে জানাযায়, গত রবিবার ০২ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
কমিটিতে,মোঃ ফজলুল হক মিলনকে, আহবায়ক এবং শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক, ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে ২নং যুগ্ম আহবায়ক, করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক জুলফিকার জনি,কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক কাউন্সিলর, সারোয়ার হোসেন আকুল,পৌর বিএনপির সহ – সাধারণ সম্পাদক, আব্দুল বারেক সরকার,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, কালিয়াকৈর পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, মনির বাবু
কালিয়াকৈর পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাসেল আহমেদ, কালিয়াকৈর উপজেলা যুবদল নেতা আসকর আলী মন্ডল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ৯ নং ওয়ার্ড যুবদল। স্বেচ্ছাসেবকদলের নেতা আতিক, মোহাম্মদ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর উপজেলা যুবদল নেতা।
এছাড়া আরো উপস্থিত ছিল
পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।