সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
সোহরাব, বরগুনা প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক/বালিকা) প্রতিযোগিতা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল।
প্রতিযোগিতায় বরগুনার ৬টি থানা থেকে আগত কাবাডি দল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি তরুণদের মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে বিজয়ী দল ও রানার-আপ দলকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জেলা পুলিশের
বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। এই আয়োজন বরগুনার তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।