1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ

বিদ‍্যুতের আলো ঘরে সংযোগের আগেই চলে গেল গ্রাহকের প্রাণ ও আহত -০১

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর:-

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ৫নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাগির কাজিয়াকান্দা( ডোবারপাড়) গ্রামটি এক যোগ আগে ছিল একেবারেই অজপাড়া গ্রাম ছিল।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সবার ঘরে ঘরে জ্বলবে বিদ‍্যুৎ। আলী নেওয়াজ (৬৫) ৩নং ওয়ার্ডের কাজিয়াকান্দা গ্রামে বাসিন্দা আলী নেওয়াজ (৬৫) তিনি নতুন লাইন সংযোগ করতে গিয়ে বিদ‍্যুতের আলো ঘরে সংযোগের আগেই প্রাণ চলে গেল বিদ‍্যুৎ গ্রাহক আলী নেওয়াজ এর (৬৫)। বিদ‍্যুৎ এর মৃত্যুর ভয়ে আলী নেওয়াজ (৬৫)প্রায় এক যোগ ধরে তার ঘরে বিদ‍্যুৎ কোনো এর সংযোগ ছিল না।আলী নেওয়াজের( ৬৫)স্ত্রী সন্তানেরা সবসময় আলী নেওয়াজকে (৬৫)বলতো সবার সবার ঘরে ঘরে বিদ‍্যুৎ আছে আমাদের ঘরে বিদ‍্যুৎ নাই। স্ত্রী সন্তানের কথা মতে আলী নেওয়াজ (৬৫)উদ্যোগ নেই বিদ‍্যুৎ এর, তার পুরোনো বাড়িতে বিদ‍্যুৎ এর খুটি থেকে নতুন বাড়ি দূরত্ব ছিল প্রায় ৫০০ ফিট,দূরত্ব অনুযায়ী বিদ‍্যুৎ এর তাঁর ছিল শর্ট।শর্ট তাঁরের সাথে চিকন তারের জয়েন্ট ছিল। খুটিতে উপরে তাঁর না ঝুলিয়েই চেক না করেই বিদ‍্যুৎ মিস্ত্রি দিয়ে দেয় বিদ‍্যুৎ এর সংযোগ।আলী নেওয়াজ (৬৫)বিদ‍্যুৎ তাঁর হাত দিয়ে ধরে জখন খুটিতে বাঁধতে যায় তখনি বিদ‍্যুৎ তাঁর কোমরে ও মাজায় শর্ট খায়। তখন বাঁশ দিয়ে বারি দিয়ে ছাড়ানোর চেষ্টা করলে তাঁর ছিড়ে আলী নেওয়াজ (৬৫)ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যায় আলী নেওয়াজ। এবং পাশে ছিল তার বগ্নিপতির সবদুল হোসেন (৬০) তাঁর ছিড়ে সবদুলের হাতে পরে শর্ট লেগে অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়।পরে সবদুল হোসেন কে অজ্ঞান অবস্থায় দুই তিন জনে ধরাধরি করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার মাধ্যমে জ্ঞান ফিরে আসে সবদুল হোসেনের।কর্মরত চিকিৎসক জানান রুগী মুটামুটি সুস্থ আছে। এদিকে বিদ‍্যুৎ মিস্ত্রি এমন দূর্ঘটনা দেখে বিদ‍্যুৎ এর লাইন কেটে ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। এলাকা সূত্রে জানা যায় এলাকাবাসী বলেন বিদ‍্যুৎ মিস্ত্রি নেগেটিভ পজিটিভ তাঁর উল্টাপাল্টা লাগানোর কারণেই এ মৃত্যুর দূর্ঘটনা হয়েছে। মৃত্যু কালে আলী নেওয়াজ এর ছেলে সন্তান নেই এক স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে যায়।

শেয়ার করুন

আরো দেখুন......