শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের অনুকূলে আনুষ্ঠানিকভাবে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, গোপালগঞ্জ সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক হারুন- অর- রশীদ, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী সহ জেলা প্রশাসনের এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের ৬ জন নিহতের পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ২০ জন আহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।