1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
রাজশাহী জেলার বাঘা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার । জেলা প্রশাসনের মাঠ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত র‌্যাব-৬ এবং র‌্যাব-১০ এর অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কিশোর আটক। খুলনা বটিয়াঘাটা ইউএনও কত্তৃক নারী ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা পাইকগাছায় ঘের ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে যমের চিঠি: থানায় জিডি  বালিয়াডাঙ্গীতে “স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ “এর শুভ উদ্বোধন পাথরঘাটায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রশাসনের অভিযানে ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় ৫৮ কোটি টাকার সম্পদ উদ্ধার

দৈনিক অপরাধ অনুসন্ধান এ সংবাদ প্রকাশ করার পরে, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্ধ, ও ৭০হাজার ঘুসের টাকা ফেরত পেলেন স্বামী পরিত্যক্তা “আমোদিনী বৈরাগী”!

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২১৭ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি,গোপালগঞ্জ থেকে:

দৈনিক অপরাধ অনুসন্ধান এ সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্ধ পাইয়ে দেওয়ার কথা বলে নেয়া গরু বিক্রির ঘুসের ৭০হাজার টাকা ফেরত পেলেন সেই অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনী বৈরাগী (২৫)

 

জীবন-জীবিকা নির্বাহের জন্য পালিত শখের গরু বিক্রি করা টাকা ইউপি চেয়ারম্যান ও ইউপির সাবেক সদস্যের ভাই অজিত সরকারকে ৭০ হাজার টাকা ঘুস  দিয়েও প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমিসহ ঘর বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের ফুলকুমারী গ্রামের স্বামী পরিত্যক্তা আমোদিনি বৈরাগী (২৫)। শুধু তাই নয় ঘুসের টাকা ফেরত চাওয়ায় হুমকি-ধমকি সহ নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার। এই শিরোনামে ৬ এপ্রি ল-২০২৩ দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশের পর মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর তৎপরতায় ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় ৯ এপ্রিল-২০২৩ অভিযুক্ত অজিত সরকার প্রধান মন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলেন ও  ৭০ হাজার টাকা ফেরত দিলেন অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনীর হাতে । এসময় অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনী খুশিতে আত্মহারা হয়ে বার বার কেদে সবাইকে ধন্যবাদ জানান এবং উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ও আশীর্বাদ করেন।

সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবার জানায়, গত ভাদ্র মাসে জলিরপাড় ফুলকুমারী গ্রামের বিধবা মায়ের সংসারে ঠাঁই নেওয়া স্বামী পরিত্যক্তা ভূমিহীন আমোদিনী বৈরাগী জলিরপাড় ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায় ও ১ নং ওয়ার্ডের সাবেক ইউপির সাবেক সদস্য অসীম সরকারের ভাই অজিত সরকারকে গরু বিক্রির টাকা সহ ধার-দেনা করে নগদ ৭০ হাজার টাকা তুলে দেন । এছাড়াও ৪০ দিনের কর্মসূচিতে নাম অন্তর্ভুক্ত করতে চেয়ারম্যানকে দেওয়ার কথা বলে আমোদিনী বৈরাগীর নিকট থেকে দুই হাজার টাকা ঘুষ নেন অজিত সরকার। প্রধানমন্ত্রীর উপহার দেওয়া জমিসহ বিনামূল্যের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে শুধু ওই পরিবার নয় আরো একাধিক পরিবারের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওই চক্রের বিরুদ্ধে।

এবিষয়ে ভুক্তভোগীর মা ফুলমালা বৈরাগী (৬০) জানান, আমার মেয়ে স্বামী পরিত্যক্তা আমোদিনী বৈরাগী তার একমাত্র নাবালক পুত্রকে নিয়ে আমার ঘরে আশ্রয় নিয়েছে। আশ-পাশের বিভিন্ন ক্ষেত-খামারে মুজুরী খেটে ও গরু বিক্রির টাকা মিহির চেয়ারম্যান ও সাবেক মেম্বার অসীম সরকারের ভাই অজিত সরকারের হাতে গত ভাদ্র মাসে তুলে দেয়। বছর পেরিয়ে গেলেও ঘর কিংবা ঘুসের টাকা কোনটাই ফেরত দেয়নি তারা। আমরা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়াসহ নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। এছাড়াও জলিরপাড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অসীম সরকারের মাছের ঘেরে এক বছরের অধিক সময় ধরে আমি, আমার ছোট ছেলে সঞ্জিত বৈরাগী (২০), বড় ছেলে শংকর বৈরাগী (৩০), মেয়ে আমোদিনী বৈরাগী সহ মোট ৪ জন কাজ করেছি। বিনিময় সে আমাদেরকে কোন পারিশ্রমিক দেয়নি। কিন্তু আমার ভূমিহীন ছেলে শংকর বৈরাগীকে থাকার জন্য সরকারী একটি ঘর দিয়ে পারিশ্রমিকের টাকা ঘুসের টাকা হিসেবে কাটছাট করে নেয়।

 

অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনী বৈরাগী বলেন,আজ মুকসুদপুর উপজেলার ইউএনও স্যার এবং আপনাদের জন্য আমার গরু বিক্রির টাকা আমি ফেরত পেয়েছি । আপনাদের প্রতি চিরকৃজ্ঞ । 

 

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু দৈনিক অপরাধ অনুসন্ধান প্রতিনিধিকে বলেন, বিষয়টি আমার নজরে আসলে যাচাই বাচাই করে দেখে উক্ত টাকা উদ্ধার করে অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনীকে দেয়া হয়। এছাড়া ওই পরিবারকে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর ও জমি দেয়ার ব্যবস্থা দ্রুত করে দিচ্ছি।

শেয়ার করুন

আরো দেখুন......