মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান, জেলা প্রতিনিধি, খুলনা, খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৯/০২/২০২৩ শনিবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী নগরীর দৌলতপুর মোঃ সোহেল মল্লিক(২৫),খালিশপুর থানা এলাকার শেখ আওরঙ্গজেব(৬৭) এবং আড়ংঘাটা থানা এলাকার হাসিবুর হাসান শান্ত(২০), কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১৩ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩টি মামলা রুজু করা হয়েছে