শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি মোঃ ওবায়েদুর রহমান সাইদ। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেন,আজ ছিল মনোয়নের শেষ তারিখ। সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সেলিম সিকদার। বৃহস্পতিবার (১ ডিসেম্বর ২০২২) তিনি জাজিরা উপজেলা নির্বাচন অফিসারের কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তার সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং তার আত্মীয়-স্বজন ও শুভাকাংখীরা উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সেলিম সিকদার বলেন, আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি, তিনি বলেন আমি শতভাগ আশিবাদী জনগণ আমাকে বিপুল ভোটে আগামী ২৯ ডিসেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করিবে।