1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
চারঘাট-বাঘার নৌকার মাঝি হিসাবে শাহরিয়ারকে বরণ করতে উচ্ছুক জনতার ঢল শেরপুর তিন আসনের টানা তিনবারের এমপি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত। ১শ’ টাকার স্ট্যাম্প ২শ’ টাকা – যশোর অভয়নগরে স্ট্যাম্প ক্রয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের এ সংকট দেড় মাস ধরে চলছে কলসী দিঘীর পাড় পকেট গেইট, হানিফ মিস্ত্রির বাড়ী, খাঁন সাহেবের গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ হাসান আটক।  বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষন কমশালা উদ্বোধন কর্ণফুলী ডাঙ্গারচরে নৌ-তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে সিএমপি কমিশনার শেরপুরে বিস্ফোরক মামলার আসামী এখন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার শম্ভু’র পক্ষে কাজ করবেন শিহাব হরতালের প্রতিবাদে উত্তর হালিশহর ২৬ ওয়ার্ডে আ.লীগের শান্তি সমাবেশ।

ভারসাম্যহীন ফয়সালের চিকিৎসার কি হবে?বন্ধুর আকুতি পাশে দাড়াবার

  • আপডেট সময়ঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৬৮ জন দেখেছেন

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:-  রংপুরে ভারসাম্যহীন ফয়সালের চিকিৎসার কি হবে?২০০২ সালে রংপুর পুলিশ লাইন্স স্কুল হতে এসএসসি ও ২০০৪ সালে রংপুর ক্যান্ট পাবলিক কলেজে এইচএসসি। এসএসসি ও এইচএসসি ভালো রেজাল্ট করে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ইংল্যান্ডে পারি দিয়েছিলেন তিনি, উচ্চতর শিক্ষায় জ্ঞান লাভ করে দেশে ফিরে কিছু দিন ভালো থাকার পরে হঠাৎ মানুষিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ফয়সাল। ফয়সালের বাড়ি রংপুর সার্কিট হাউজের পিছনে, বাবা মরহুম ইঞ্জিনিয়ার শাহাজাহান ও মা লুৎফুন নাহার  কারমাইকেল কলেজের প্রভাষক, পরে বেগম রোকেয়া কলেজের  অধ্যক্ষ ছিলেন। তার একমাত্র ভাই ডাক্তার।

 

তার বাবা-মা দুইজনেই মারা গেছে। জানা গেছে ফয়সালের নামে বাসা ও অনেক জমি জমা রয়েছে তা সত্বেও তার চিকিৎসার জন্য পরিবারের সকলের মাঝে অবহেলা কেন?  বর্তমানে অসহায় ভারসাম্যহীন ফয়সালের এই অবস্থা দেখে ফেলে তারই একই ব্যাচের বন্ধু আরিফ দেখে কষ্ট পায় পরে স্নেহা মানুষিক হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কর্তৃপক্ষের সহযোগিতায় বন্ধুকে বর্তমানে স্নেহা মানুষিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

 

স্নেহা মানুষিক হাসপাতালের চেয়ারম্যন মনোয়ার কাদের মাসুম বলেন, ফয়সাল দীঘদিন হতে মানুষিক নির্যাতনের শিকার, তাকে শিকলে বেধে রাখা হয়েছিল, ঠিকভাবে খাবার খাওয়ানো হয়নি। তার অবস্থা বর্তমানে গুরুতর, তার দীর্ঘ সময় ধরে সুচিকিৎসা, সেবা, সুন্দর পরিবেশে থাকা ও খাওয়ার প্রয়োজন। এতে করে অনেক অর্থের প্রয়োজন।

 

সঠিক চিকিৎসা পেলে আশা করছি এক বছরের মধ্যে সে পুরো সুস্থ হয়ে যাবে।

ফয়সালের বন্ধু আরিফ বলেন, ফয়সালকে যখন দেখতে পাই সে ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছে দেখে খুব কষ্ট পাই পরে স্নেহা মানুষিক হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে সেখানে ভর্তি করাই। মানুষিক হাসপাতাল হতে আমাকে জানিয়েছে তার চিকিৎসার পিছনে অনেক সময় ও অর্থের প্রয়োজন, যা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সমাজের কোনো হৃদয়বান ব্যক্তি এই অসহায় ভারসাম্যহীন ফয়সালের পাশে দাঁড়াতে চাইলে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন দয়া করে। আপনাদের সাহায্য সহযোগিতায় ফিরে পেতে পারে  সুস্থ সুন্দর একটা জীবন।

 

ফয়সালের ভাই রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ লাবিব বলেন, সে জন্মগত কারণে পাগল হয়েছে।চাচার বাড়িতে তাকে রুমে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখান হতে পালিয়ে গেছে । খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে শুনলাম স্নেহা মানুষিক হাসপাতালে কেউ ভর্তি করিয়েছে।এর আগে তাকে ইংল্যান্ডে পাগলের চিকিৎসা করানো হয়েছিলো, দেশে এসে কিছুদিন সুস্থ থেকে আবার পাগল হয়ে গেছে। তাকে পাবনা পাগলাগারদে পাঠানো প্রয়োজন। আমার সংসার আছে তার পিছনে আর কত ব্যায় করবো।##

শেয়ার করুন

আরো দেখুন......

বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসুচি। এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ। নওগাঁর বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসূচী গত ৬ নভেম্বর বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বদল গাছী সদর ইউপির আকট্ট্টি রাস্তার দুই পার্শ্বে তালবৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, ও থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান। বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাবের কর্মসূচীর শুরুতে নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরণ করেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসে ও সাধারন সম্পাদক আবু রায়হান লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম এবং প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু)। উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের, সহঃ সভাপতি সাংবাদিক আবু সাঈদ মোঃ মোরছালিন (রোমেন), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক সাংবাদিক আশিক হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, সদস্য সাংবাদিক তুহিন হোসেন, সদস্য সাংবাদিক সাগর হোসাইন, প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু), সেচ্ছাসেবী নজরুল ইসলাম, রহমত আলী প্রমুখ। এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন,এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি, মুহাঃ আতিয়ার রহমান বলেন,এই ধরনের সুন্দর একটি উদ্যোগ হাতে নেওয়ার জন্য বদল গাছী মডেল প্রেসক্লাবের সকল সদস্যদেরকে আমি সাধুবাদ জানায়। বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন বলেন,আমাদের এই কাজটি চলমান থাকবে।আজকে আমরা ৩হাজার বৃক্ষ রোপণ করেছি আস্তে আস্তে আরও অনেক বৃক্ষ রোপণ করার চেষ্টা অব্যাহত থাকবে। বদলগাছী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম বলেন, তালবৃক্ষটি বাংলার ঐতিহ্য বাহী বৃক্ষ। এটি বজ্র নিরোধক হিসাবে সহযোগিতা করে, এবং আমাদের অনেক উপকার কারে আসে। আমরা বিনাস্বার্থে এটি রোপন করছি। উক্ত বিষয়ে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু) বলেন, তালগাছ খুব উপকারী গাছ বদলগাছী মডেল প্রেসক্লাবের সাথে যৌথ উদ্দোগ্যে এই কর্মসূচী পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ।