1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
গৌরনদীতে ন্যায় বিচারের দাবিতে সাবেক সেনা সদস্যর সংবাদ সম্মেলন রংপুরে দুই উপজেলায় পরীক্ষার সেন্টারে নকলের ভিডিও করায় ৬ সাংবাদিকের উপর হামলা বটিয়াঘাটার পল্লীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রক্তাক্ত জখম ১ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি বটিয়াঘাটায় দিনে দুপুরে চুরি, অতঃপর দুই চোর ধরে জনতা পুলিশে দিলো বিএনপি মোংলা উপজেলা শাখার সভাপতি মান্নান, সম্পাদক পনি নির্বাচিত খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ সহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ আটক দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিবাদ সভা সালমাকে বিয়ের ৫৬দিন পর স্ত্রী সালমার বিরুদ্ধে প্রতারনার মামলা করলেন ৭৪ বছর বয়স্ক স্বামী- আব্দুল মুব্দিত দেওয়ান।  গোপালগঞ্জে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক চুরি হওয়া ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার, চোর চক্রের সদস্য গ্রেফতার ০৪।

  • আপডেট সময়ঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৪৫ জন দেখেছেন

মোঃমুরাদ হোসেন, যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। 

মিল্টন মিয়া (৪০), পিতা- কফিল উদ্দিন, সাং- হালসা, থানা- কোতয়ালী, জেলা- যশোর মৌখিকভাবে পুলিশ সুপার, যশোর মহোদয়কে জানান যে, তার একটি ব্যাটারী চালিত হলুদ ও নীল রংয়ের ইজিবাইক আছে, যাহার মুল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। সে ইজিবাইক চালিয়ে উপার্জিত অর্থ দিয়া সংসার চালাইয়া আসিতেছে। প্রতিদিনের ন্যায় সে বাড়ি হইতে বাহির হইয়া ইং ২৫/০৯/২০২২ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকার সময় অত্র যশোর কোতয়ালী মডেল থানাধীন যশোর জজ কোর্ট মসজিদ গলির ভিতর তার ইজিবাইকটি তালাবন্ধ করিয়া রেজিঃ অফিসের ভিতরে যায়। কাজ শেষ করিয়া অনুমান ১২:৪৫ ঘটিকার সময় গাড়ি রাখার স্থানে আসিয়া দেখে তার ইজিবাইকটি উক্ত স্থানে নাই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা ইং ২৫/০৯/২০২২ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকা হইতে ১২:৪৫ ঘটিকার মধ্যে যে কোন সময় তার ইজিবাইকটির তালা লক ভাঙ্গিয়া সু-কৌশলে এবং গাড়িতে থাকা লাইসেন্স, যাহার নং-৩৮২৫ সহ চুরি করিয়া নিয়া যায়।

 

মানবিক পুলিশ সুপার মহোদয় ঘটনার বিষয়টি নিবিড়ভাবে তদন্তপূর্বক আসামীকে গ্রেফতারসহ ইজিবাইক উদ্ধারের জন্যে ওসি ডিবি যশোরকে নির্দেশ প্রদান করেন। ওসি ডিবি যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই সাদ্দাম হোসেন বাদীর তথ্য মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীর অবস্থান সনাক্ত করেন এবং ঘটনায় জড়িত আসামী শান্তকে ২৯/০৯/২০২২ তারিখ রাত অনুমান ২৩:০০ ঘটিকার সময় কোতয়ালীর খড়কী হতে গ্রেফতার করেন এবং সে ঘটনার সত্যতা স্বীকার করিয়া জানায় যে, গত ইং ২৫/০৯/২০২২ তারিখ অনুমান ১২:৩০ ঘটিকার সময় ঘটনাস্থল হইতে ধৃত আসামী শান্ত ইজিবাইকটি তালার লক ভাঙ্গিয়া চুরি করিয়া নিয়া যায়। তার সহযোগী আসামী ইসরাফিল হোসেন ফারহান (২১) এবং আসামী কবির হোসেন (৩০) এর সহযোগীতায় ইজিবাইকটি আসামী রমজান আলী (৫৩) এর নিকট বিক্রয় করে বলিয়া স্বীকার করেন। চুরি হওয়া ইজিবাইকটি রমজানের দখল হতে ইং ৩০/০৯/২০২২ তারিখ ভোর রাত ০৫:৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দ করেন।

 

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য হয়ে যশোর জেলার বিভিন্ন থানা এলাকা হতে ইজিবাইক, সিএনজি চুরি করে থাকে।

 

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,

সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ ”

শেয়ার করুন

আরো দেখুন......