শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :- মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ । মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের দূরদর্শিতার কারণে দেশের পুষ্টির চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে । পাশাপাশি দেশের যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব দূর করতে সক্ষম হয়েছে । বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফাজ উদ্দিন আহম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন,বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষী পঞ্চানন গাইন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় উপজেলার ২৫ টি জলাশয়ে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয় ।