1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
-:একটি হারানো বিজ্ঞপ্তি:- পবিত্র ঈদ – এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরগুনায় তুচ্ছ ঘটনায় আহত-২ ” খাবারের ভাতে প্রসাব করলেন প্রতিপক্ষ পুলিশ লাইন্স একাডেমি এডুকেশন কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কালাই কাঁটাহার দাখিল মাদ্রাসায় মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে, বন্দর থানার গার্মেন্টস কর্মী স্ত্রীকে হত্যা মামলার পলাতক আসামি ঘাতক স্বামী কাজী মোঃ পেয়ার আহম্মদ প্রকাশ রিপন গ্রেফতার।  র‌্যাব-৭, চট্টগ্রাম’র পৃথক অভিযানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কুখ্যাত  সন্ত্রাসী মোঃ ইসতিয়াক আলী ওয়াছিফ গ্রেফতার। বটিয়াঘাটায় মামলাবাজ কালাম মাস্টারের ষড়যন্ত্রের শিকার কেয়ারটেকার সরো গত ১৪-০৯-২৪প্রকাশিত একটি দৈনিকে বাড়ি দখলের যুবদল নেতার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রী

র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মোল্লা গ্রেফতার।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:-“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

 

গত ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বাসিন্দা মোঃ সুজন মোল্লা’কে ১০০ পিস ইয়াবা সহ খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ শিববাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ বাদী হয়ে মোঃ সুজন মোল্লা’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭(২)১৮, জিআর-৬৫/১৮। উক্ত মামলার তদন্ত শেষে খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ বিজ্ঞ আদালতে আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত গত ২০২০ সালে আসামি মোঃ সুজন মোল্লা’কে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে তাকে ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করে রায় দেন। উল্লেখ্য, আসামি মোঃ সুজন মোল্লা বিচারকার্য চলাকালীন বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে গিয়ে পলাতক থাকে।

 

  র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মোল্লা ফেনী জেলার সদর থানাধীন বারাহিপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১০ জুলাই ২০২৪ইং তারিখে আনুমানিক ১৯৪০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুজন মোল্লা (৩৪), পিতা-মৃত সোহরাব মোল্লা, সাং-জামিলা, থানা-কোটালিপাড়া, জেলা-গোপালগঞ্জ, বর্তমানে- ১৪৭/বাগমারা মেইন রোড, কালিপদ বাড়ি, থানা-খুলনা সদর, জেলা-খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে, সূত্রে বর্ণিত মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে আরো ২টি পৃথক মামলায় ০১ বছর ০৬ মাসের কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কথাও স্বীকার  করে। এছাড়াও, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।

 

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......