1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- প্রধান শিক্ষক মো: আনোয়ারুল কবির। খুলনায় মানবিক কর্মকাণ্ডের জন্য সর্ব মহলে প্রশংসিত রুপসার ইউএনও কোহিনূর জাহান  শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বদলিজনিত বিদায় সংবর্ধনা বটিয়াঘাটায় এক’শ কোটি টাকার অফসিজন তরমুজ বিক্রির সম্ভাবনা গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস পশ্চিমবঙ্গে গ্রেফতার বিএনপির সুদিনের সুযোগের সন্ধানে চৌধুরী কামরুল জয়পুরহাট পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলো নব যোগদানকৃতওসি রাশেদুজ্জামান: শেরপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

খুলনার ফুলতলা ইউনিয়ন ভুমি অফিসে বেপরোয়া অবৈধ কর্মকান্ড

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার, ফুলতলা উপজেলা, খুলনা।খুলনা জেলার অন্তর্গত ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন ভুমি অফিসে চলছে নানা অনিয়ম।এই অনিয়ম পরিচালনা করছে সেখানকার নায়েব সাহেব। নায়েব সাহেবের কাছে ঘুষ ছাড়া কোন কাজের যেন নিয়মই নেই।এই অফিসে রয়েছে আর এক দালাল সোবহান। তিনি অফিসে এমন ভাবে বিচরণ করে,যেন তিনি অফিসের বড় কর্মকর্তা। নায়েবের সাথে সুন্দর সম্পর্ক রেখে দালালি করেই চলছে তার জিবন‌।সরকারি নিয়োগ প্রাপ্ত অফিস সহায়ক থাকার পরেও সোবহান সাহেব রেকর্ড রুমের কাগজ পত্র দেখাশোনা করেন।এ দায়িত্ব তাকে কে বা কারা দিয়েছে সেটা এখন প্রশ্নবিদ্ধ!!!

 

গত ১২/০৯/২০২২ রবিবার ফুলতলা গোডাউন রোডের বাসিন্দা তৌহিদ ইমাম নামে এক ভদ্রলোক গিয়েছিলেন ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসে। তিনি সেখানে গিয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন হন সে বিষয়ে ফেইসবুকে একটি স্টাটাস দেন।আমরা মুঠো ফোনে তার সঙ্গে যোগাযোগ করি । তিনি আমাদের কে বলেন

 

গতকাল 12/09/2022 ইং তারিখ ফুলতলা ভুমি অফিসে গিয়েছিলাম ধোপাখোলা মৌজার একটি দাগের খাজনা কাটতে। আমার ঐ জমির খতিয়ানে মাত্র ছয়টি দাগ, তার মধ্যে পূর্বেই পাচটি দাগের জমি বিক্রয় করা হয়েছে। একটি মাত্র দাগের খাজনা তিন বছরের জন্য বাকী ছিল।সেটা পরিশোধের জন্য যাই ভুমি অফিসে।

 

নায়েব সাহেব আসলেন সকাল সাড়ে নয়টায়। আমি উনাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। নায়েব সাহেবকে বললাম, আমার এই দাগের তিন বছরের খাজনা বাকী আছে, আমি পরিশোধ করব।  উনাকে খাজনা আদায়ের কথা বললে, উনি বললেন ঠিক আছে আমি এখন চা পান করব তারপর একটু বিশ্রাম নিব তারপর আপনার সাথে কথা বলব। তিনি সকাল দশটার সময় আমার সাথে কথা বললেন,  নায়েব বলল এক দাগের খাজনা নেওয়া যাবে না, সম্পূর্ণ খতিয়ানে যে কয়টি দাগ আছে, সবকটি দাগের খাজনা দিতে হবে। আমি উনাকে বললাম, অন্য দাগের খাজনা পরিশোধ করে বিক্রয় করা হয়েছে। তাহলে আমি কেন সব দাগের খাজনা দিব? তিনি বললেন এভাবে কম্পিউটারে নিবে না। তিনি আমাকে কম্পিউটারে ম্যানুয়ালে ক্যালকুলেশন করে বললেন 27,900 টাকা দিতে হবে। আমি বললাম কিভাবে সম্ভব? তিনি বললেন, আপনি দেখলেন তো। তাহলে আমি কিভাবে নিব। পরবর্তীতে আমি খাতায় হিসাব দেখতে বললে তিনি আমার সাথে রুঢ় আচরণ এবং খাজনা আদায়ে অস্বীকৃতি জানিয়ে তিনি বেরিয়ে যাওয়ার বাহানা করলেন। আমি কোন উপায় না পেয়ে উনার হাত চেপে ধরলাম এবং বললাম আপনাকে পাচ হাজার টাকা দিব আপনি আমার দাখিলা কেটে দিন। তিনি একটু নরম হয়ে দাখিলা কেটে দিল।

 

শুধু এই তৌহিদ ইমাম নয়, আরো অনেক মানুষ আছে যারা এধরণের সমস্যার ভুক্তভোগী।এই এলাকার মানুষ দ্রুত কর্তৃপক্ষকে এই ভুমি অফিসের দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

আরো দেখুন......