শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,সারাদেশে দ্রব্যমূল্য সহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় খেয়া পারাপারের টাকা বৃদ্ধি করার দাবী এবং অনুমতি পাওয়ার জন্য খুলনা রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি দিয়েছে মাঝি সমিতির নেতৃবৃন্দ।
স্মারক লিপি থেকে জানা যায়,খুলনা রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন এলাকায় জেলখানা ঘাট, কালীবাড়ী ঘাট ও কাছারীঘাট পাটনীজীবি সমবায় সমিতি দীর্ঘকাল ইঞ্জিন চালিত নৌ-ট্রলারে যাত্রী পারাপারে জনপ্রতি ৩ টাকা নিয়ে আসছিল। এ ক্ষেত্রে মাঝিদের দাবী, বর্তমান দ্রব্যমূল্যের দামসহ জ্বালানী তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার ফলে, নৌকায় ৩ টাকার স্থলে জনপ্রতি ৫ টাকা পারাপারের অনুমতি দিলে আমরা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্ন জীবন-যাপন করতে পারবো।
এব্যাপারে খুলনার মাঝি নেতৃবৃন্দ বলেন, আমরা মাঝিরা ঝড়-বৃস্টি ও রৌদের খরা উপেক্ষা করে পারাপারে প্রতিদিন মানুষের সেবায় লিপ্ত থাকি। এ সকল ঘাট দিয়ে মানুষ জেলা শহর খুলনায় বিভিন্ন কাজে আশা যাওয়া করে থাকে। তাদের কাছ থেকে সামান্য অর্থ উর্পাজন করে ট্রলার ভাড়া এবং ট্রলার মেরামত সহ পরিবার-পরিজন ও ছেলে/মেয়ের লেখা-পড়া চালানো এবং জীবনযাপন করা দিন দিন অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, খেয়া পারাপারে জনপ্রতি ৫ টাকা অনুমতি দিল, আমরা গরিব মাঝিরা উপকৃত হবো।