1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি।

খুলনা লবনচরা থানার মারামারি মামলায় স্বাধীন দাসকে আটক করেছে পুলিশ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮১ জন দেখেছেন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

—————————————————–

খুলনা লবনচরা থানা (কেএমপি)র মারামারি মামলায় স্বাধীন দাস (২৮)কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া বিশ্ব রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্র প্রকাশ, বটিয়াঘাটা উপজেলার রায়পুর এলাকার সুজন দাসের স্ত্রী জয়ন্তী দাস বাদী হয়ে রবিবার সকালে লবণচরা থানায় স্বাধীন দাস (২৮), পিতা- খোকন দাস, সাং- ছয়ঘরিয়া, থানা- বটিয়াঘাটা ও তাপস দাস (৩১),
পিতা- পঞ্চন দাস, সাং ডুমুরিয়া, থানা ডুমুরিয়া, উভয় জেলা খুলনা সহ অজ্ঞাত নামা ৮/৯ জনকে বিবাদী করে একটি মারামারি মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানা যায়,গত ১৮ জুন ২০২৫ তারিখ দিনে দুপুরে স্বাধীন দাস ও তাপস দাস সহ অজ্ঞাত নামা ৮/৯ জনের একদল সন্ত্রাস বাহিনী জয়ন্তী দাসের স্বামী সুজন দাসকে জোরপূর্বক ধরে নিয়ে যায় লবনচরা থানাধীন রুপসী রুপসা হাওলাদার সড়কে। পরে ওয়াটার লাইন কোম্পানীর উত্তর পাশে ফাকা
পতিত বিল্ডিং এর মধ্যে নিয়ে সুজন দাসকে দেশীয় অস্ত্র দিয়ে তার সারা শরীরে আঘাত করে। রাম দায়ের কোপে সুজনের মাথায় রক্তাক্ত জখম হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে প্রথমে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুজনের বর্তমান অবস্থা আশঙ্কজনক। তার মাথায় বেশ কিছু সেলাই লেগেছে। হাসপাতাল বেডে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে সে। অন্যদিকে বিবাদীরা মামলা তুলে নেয়ার জন্য জয়ন্তী দাস সহ তার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান বলেন,ভুক্তভোগীদের অভিযোগ পেয়েই তদন্তপূর্বক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার এক নং আসামিকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......