1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন’র পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত আওয়ামী লীগের কোন ঠাঁই হবে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায়না গেজেট ভুক্ত হলো শেরপুরে এলজিইডি’র ৪৭৯টি কাঁচা সড়ক গোপালগঞ্জ হবে বিএনপির উর্বরভূমি – সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বটিয়াঘাটা গঙ্গারামপুর সরকারি হাট-বাজারের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ইপিজেড থানার নয়ারহাট এলাকা থেকে১৫ কেজি গাঁজাসহ ১ জন কে আটক করেছে পুলিশ ইপিজেড থানা -৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বীজ আলু নিয়ে কারসাজি ভ্রাম্যমান আদালতে অভিযানে আটক-২ জরিমানা -৪ নানা কর্মসূচির মধ্যেদিয়ে কালাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৭ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি,গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, পৌর পরিষদ, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ,

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী, পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে টুঙ্গিপাড়া পৌরসভা, নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের নেতৃত্বে জেলা এলজিইডি, নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল ও উপ-বিভাগীয় প্রকৌশলী বিএম ইছানুল কবীরের নেতৃত্বে জেলা পানি উন্নয়ন বোর্ড, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে ছাত্রলীগ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এদিকে, ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা.নাহিদ ফেরদৌসি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

অপরদিকে, দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু সাইক্লিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সাইক্লিং ক্লাব -এ প্রতিযোগীতার আয়োজন করে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ সাইক্লিং প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা ফুটবল ফেডারেশনের আহবায়ক আব্দুল মান্নান মানি। এ সময় কাবাডি ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের প্রশাসক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ প্রতিযোগীতায় জেলার প্রায় দুই ’শ জন ছেলে মেয়ে অংশ নেন। এর মধ্যে ১২০ জন ছেলে ও ৮০ জন মেয়ে রয়েছেন। এ প্রতিযোগীতায় ইন্ডিভিজুয়্যাল পারসুটে মেয়েরা ১ হাজার মিটার ও ছেলেরা ২ হাজার মিটার রেসে অংশ নেয়।

 

এসব কর্মসূচীতে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো দেখুন......