1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বন্দরটিলা কাঁচাবাজার এলাকায় নুসরাত জাহান  সাবিনা নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু দেওয়ানগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ আটক-০১ পাঁচবিবিতে মেয়াদউত্তীর্ণ জেলা ও উপজেলা পকেট কমিটি বাতিলের দাবীতে বিএনপির সংবাদ সম্মেলন বটিয়াঘাটা ভান্ডারকোট ইউনিয়নে আদালতে মামলা থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস, শুনানি ১৯ নভেম্বর বটিয়াঘাটায় কৃষি প্রনোদনা ও ইঁদুর নিধন কর্মসুচির সভা অনুষ্ঠিত পাঁচবিবি উপজেলার মহিপুরে আগাম আখচাষী মতবিনিময় সভা  অনুষ্ঠিত বাঘায় সাংবাদিক আবুল হাশেম ও তার বাবার উপর হামলা। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ শফিউল আলম গ্রেফতার। বরগুনায় শ্রমিক লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া গ্রেফতার 

জমা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বটিয়াঘাটায় উভয় পক্ষের পাঁচজন আহত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮ জন দেখেছেন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: বটিয়াঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও মোটরসাইকেলে অগ্নি সংযোগ সহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১১টায় বটিয়াঘাটার নব-জলমা এলাকায়। এ ঘটনায় জমির মালিক শাচিবুনিয়া এলাকার বিধানচন্দ্র বিশ্বাস বাদী হয়ে তেতুলতলা এলাকার আছাফুর হাওলাদার, লিয়াকত হোসেন, বিল্লাল হোসেন ,লিটন হাওলাদার,বাদশা সহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে বিবাদী করে একই দিনে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরণে জানা যায় উপজেলার রাঙ্গেমারি মৌজা ৯৬ শতক জমি মালিক বিধানচন্দ্র বিশ্বাস কিন্তু আর এস রেকর্ডে অন্য লোকের নাম অন্তর্ভুক্ত হয় । সেই সুবাদে তারা বিভিন্ন লোকের নিকট ওই জমি বিক্রি করে। পরবর্তীতে উক্ত বিধানচন্দ্র বিশ্বাস জানতে পেরে ল্যান্ড সার্ভ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে এবং কোর্টের রায় ডিগ্রি প্রাপ্ত হয়ে, তার নিজ নামে নাম পত্তন ও খাজনা পরিশোধ করে। এ বিষয়ে বিভিন্ন সালিশি বৈঠকে রায় সিদ্ধান্ত হয় বিধান বিশ্বাসের পক্ষে। সে কারণে শুক্রবার সকালে বিধান বিশ্বাসের লোকজন উক্ত জমিতে ঘর নির্মাণ করতে থাকে তখন হঠাৎ বিরোধী পক্ষ তাদের আক্রমন করে, তখন উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়। এ সময় বিধানচন্দ্র বিশ্বাসের পক্ষের দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে বটিয়াঘাটা থানার এসআই আঃ আজিজ সহ সঙ্গী ও ফোর্স গিয়ে উক্ত ঘটনা নিয়ন্ত্রণ করেন। এ সময়ে থানা পুলিশ একজন ঘর নির্মাণকারী কাঠমিস্ত্রি কে আটক করেন । অন্যদিকে উভয়পক্ষের আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ বিষয়ে বটিয়াঘাটা থানার ওসি তদন্ত ও থানার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ওসি মোঃ জাহেদুর রহমান জানিয়েছেন একপক্ষ অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন

আরো দেখুন......