1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
জয়পুরহাট পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলো নব যোগদানকৃতওসি রাশেদুজ্জামান: শেরপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ বৃক্ষ উপহার পেল শিক্ষার্থীরা কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন ফুলপুর ইসলামী ব্যাংক ম‍্যানেজারের সাথে ফুলপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনী জেলার সদর থানাধীন মাস্টারপাড়া এলাকা হতে ০১টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও  কার্তুজ উদ্ধার। জয়পুরহাটের পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীরা পেল সনদ শেরপুরে প্রতারণার ফাঁদে এক নারী জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৩০ কোটি টাকা ব্যয়ে খুলনায় আইটি পার্ক নির্মাণের কাজ চলছে

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৭০ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান, জেলা প্রতিনিধি, খুলনা, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুর খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টার ধারাবাহিকতায় দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একই সাথে তথ্য-প্রযুক্তি খাতেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের উন্নয়ন, সমৃদ্ধি অর্জন ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায়। অগ্রগতির এই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ কর্মসূচিও বাস্তবায়ন করতে হবে। সিটি মেয়র তালুকদার আব্দুর খালেক রবিবার দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান-২০২৩ এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আইসিটি প্রতিষ্ঠান ক্লাউড ইন্সটিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থাটি এ পর্যন্ত প্রায় ৪ হাজার ২শ’ ব্যক্তিকে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুর খালেক আরো বলেন, সরকার যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রযুক্তি খাতে উন্নয়ন ত্বরান্বিত করছে। সকল জেলায় আইটি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা উলে­খ করে তিনি বলেন, খুলনায় ইতোমধ্যে একশত ত্রিশ কোটি টাকা ব্যয়ে আইটি পার্ক নির্মাণের কাজ এগিয়ে চলছে। ক্লাউড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ইমরান ইসলাম অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মিত্র, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি ও বিএফডিএস’র চেয়ারম্যান ডাঃ তানজিবা রহমান। সম্মানিত অতিথির বক্তৃতা করেন লোকাল স্টাফিং এলএলসি (ইউএসএ)-এর সিনিয়র ফুল স্টাক ডেভেলপার আবু আশরাফ মাসনুন, রেডেক্স-এর জেনারেল ম্যানেজার জোছন ক্রাস্টা ও রাইটসাইট এডুকেশনের এডমিন জন পল। সঞ্চালনা করেন শেখ আসাদুজ্জামান মিথুন ও ইফফাত সানিয়া ন্যান্সি। নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশিক্ষণার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুর খালেক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

শেয়ার করুন

আরো দেখুন......