1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি

যশোরে অগ্নেয়াস্ত্রসহ একাধিক ডাকাতি ঘটনায় জড়িত চক্রের সদস্য গ্রেফতার -০৯

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ জন দেখেছেন

মোঃ মুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। 

গত ২৬ নভেম্বর ২০২২ তারিখ রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন কোদলাপাড়া সাকিনে জনৈক মশিউর রহমান, পিতা-মৃত ওলিউল্লাহ তরফদার এর বসতবাড়ীতে অজ্ঞাতনামা ১০/১১ জন ডাকাত কর্তৃক সংঘটিত ডাকাতির ঘটনা (মনিরামপুর থানার মামলা নং-২৭, তাং-২৭/১১/২২ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড) সংক্রান্তে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি টিম তদন্তে নামে। ইং ৩০ নভেম্বর ২০২২ তারিখে যশোর ও খুলনায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ০৮ সদস্যসহ লুন্ঠিত স্বর্ণ ক্রেতা ১ জনকে গ্রেফতার করে খালিশপুর বাজারে চিত্রালী হলের সামনে রজনীগন্ধা জুয়েলার্স থেকে লুন্ঠিত স্বর্ণ এবং জলকর রোহিতা গ্রামের টেংরামারী বিলের জনৈক বকুল এর পুকুর থেকে লুন্ঠিত ০২টি মোবাইল ফোন এবং পুলেরহাট তপস্বীডাঙ্গায় গ্রেফতারকৃত আসামী নুর ইসলাম এর ভাড়া বাসা থেকে ডাকাতি কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য আলামত জব্দ করেন। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানার মামলা নং-০৪ তাং-০১/১২/২০২২ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ এ রুজু হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি/ডাকাতি/দস্যুতা মামলা রয়েছে। তারা মনিরামপুরে মশিউর রহমানের বাসায় ডাকাতি ছাড়াও যশোরের বিভিন্ন বাড়ীতে এবং আশপাশ থানা এলাকায় একাধিক ডাকাতি সংঘটনের তথ্য প্রমান পাওয়া যাইতেছে।উল্লেখ্য যে, ০১নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ০৪টা ডাকাতি মামলা, ০২নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ০৮টা ডাকাতি মামলা ও ০১টা অস্ত্র মামলা,০৩নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১০টা ডাকাতি মামলা ও ০২টা অস্ত্র মামলা, ০৪নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ০৫টা ডাকাতি মামলা, ০৫নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ০৩টা ডাকাতি মামলা ও ০১টা অস্ত্র মামলা, ০৬নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ০৫টা ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ১। নুর ইসলাম (৪৫), পিতা-মৃত বেলায়েত মোড়ল, মাতা- আলেকজান, সাং-আশিংড়ী, থানা-ঝিকরগাছা, হালসাং-বড়েঙ্গা, থানা-কেশবপুর, জেলা-যশোর, বর্তমান ঠিকানা-হাজী আঃ রউফ সাহেব এর বাসার ভাড়াটিয়া, পুলেরহাট তপস্বীডাঙ্গা, থানা-কোতয়ালী, জেলা-যশোর,২। মোঃ স্বপন সরদার @ খবির @ কবির (৫৫), পিতা- মোঃ আজিজ সরদার, মাতা-মৃত সখিনুত নেছা @ সখিনা, সাং- চর দৌলতখান (নতুন চর দৌলত খান), থানা- কালকিনী, জেলা-মাদারীপুর,৩। মোঃ লিটন শেখ @ লিটন হাওলাদার @ লিটন ব্যাপারী @ আলম হাওলাদার (৪৯), পিতা- শাহজাহান বেপারী@ শামছু শেখ, মাতা-জৌলাসি বেগম @ মনোয়ারা, সাং-মস্তফাপুর (আমবাড়ী), থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর,

৪। মিন্টু ব্যাপারী @ মন্টু (৫৫), পিতা- মৃত চানমিয়া @ আলতা ব্যাপারী, সাং-পাহুল্লা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর,৫। হুমায়ন কবীর (৫০), পিতা- মৃত মজিদ নকতি, মাতা-মৃত কুলসুম সাং-বলসা, থানা-মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর,৬। মোঃ জাকির (২৫), পিতা- আতিয়ার শেখ, মাতা-রহিমা বেগম সাং-কৃষ্ণবাটি, থানা-কোতয়ালী, জেলা-যশোর,

৭। আনোয়ার (৪১), পিতা- মফিজ উদ্দিন মোল্লা, মাতা-অজুফা বেগম, সাং-ব্রাহ্মনদিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী,৮। সুরুজ শেখ (৫১), পিতা-মৃত হামিদ শেখ, মাতা-ফুলজান বেগম সাং-বাকসা খোলা, থানা-মুকসেদপুর, জেলা-গোপালগঞ্জ এ/পি- খালেদ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, আশ্রম রোড, থানা-কোতয়ালী, জেলা-যশোর ও লুন্ঠিত স্বর্ণ ক্রেতা

৯। অসীম চন্দ্র কর্মকার (৪৭), পিতা- জুড়ান চন্দ্র কর্মকার, মাতা-কল্পনা রানী কর্মকার, সাং-ছোট বয়রা, শ্মশানঘাট সড়ক, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা।

শেয়ার করুন

আরো দেখুন......