1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
জয়পুরহাট পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলো নব যোগদানকৃতওসি রাশেদুজ্জামান: শেরপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ বৃক্ষ উপহার পেল শিক্ষার্থীরা কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন ফুলপুর ইসলামী ব্যাংক ম‍্যানেজারের সাথে ফুলপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনী জেলার সদর থানাধীন মাস্টারপাড়া এলাকা হতে ০১টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও  কার্তুজ উদ্ধার। জয়পুরহাটের পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীরা পেল সনদ শেরপুরে প্রতারণার ফাঁদে এক নারী জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সফরকারী লন্ডন প্রবাসী ফটুবল টিমের প্রদর্শনী ফুটবলে পতেঙ্গা ফুটবল একাডেমি জয়ী ক্রীড়া প্রতিবেদন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০৬ জন দেখেছেন

বাবুল হোসেন বাবলা:  ২৮অক্টোবর লন্ডন প্রবাসীদের সমন্বয়ে গড়া  শাহজালাল ইউনিটি এফ সি  ফুটবল টিম  এবং  বন্দর-পতেঙ্গা হালিশহরের সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত পতেঙ্গা ফুটবল একাডেমির মধ্যেকার প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ  টিএসপি স্কুল মাঠে আজ শুক্রবার (২৮অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

তীব্র প্রতিধন্ধিতা পূর্ণম্যাচে প্রাক্তণ  ফুটবলার মোঃলোকমান হোসেনের নেতৃত্বে পতেঙ্গা ফুটবল একাডেমি ২-০গোলে সফরকারী লন্ডন প্রবাসীদের শাহজালাল ইউনিটি এফ সি কে পরাজিত করে চ্যাম্পিয়ন  ট্রপি লাভ করে । দলের পক্ষে গোল দুটি করেন সাবেক তারকা ফুটবলার মোঃ সবুজ ও আব্বাস উদ্দিন।

প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচে আরো সাবেক তারকা ফুটবলার হচ্ছেন  জাহাঙ্গীর আলম মিন্টু, মোঃ তাহের (কিপার),সাইফুর রহমান ,মিনটু, মোঃ নাজির আহম্মেদ, তুফান, মোঃআসলাম,মোঃ জাহিদ ইউসুপ,মোঃ ইকবাল, মোঃ বেলাল,মানস,ওয়াহিদ, ইমতিয়াজ,মন্জু, দেলোয়ার,কাদের মোল্লা , সালাউদ্দিন সহ আরো অনেকে।শাহজালাল ইউনিটি এফ সির পক্ষে মহি মাহাবুব, জানে আলম,সুয়ান,অহিন-অনিক,সাজিব,আব্বাসী,কিমান সহ আরো অনেক প্রবাসী ফুটবলার।

খেলা পরিচালনা করেন- রেফারী মোঃ জসিম উদ্দিন, সহকারী-তৈয়ব আলী, মোঃ হারুন এবং ৪র্থ রেফারী মোঃ কামাল উদ্দিন। ম্যাচের চলতি ধারাবিবরণী দেন ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হক।

 

৭০মিনিটের খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চসিক কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, আব্দুল বারেক কোং, কাউন্সিলর প্রতিনিধি ওয়াহিদ চৌধুরী,তাহের এন্ড ব্রার্দাসের পরিচালক মোঃ মুনতাসির মামুন,টিএসপির সিবিএ সাঃসম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ,পতেঙ্গা ফুটবল একাডেমির পরিচালক মোঃ মুজিবুল হক,ক্রীড়া সংগঠক এস.এ মহিউদ্দিন খালেদ মুন্না ,অনুষ্ঠানের স্পন্সর পরিচালক টিটু দেব, ইমতিয়াজ চৌধুরী।

 

অয়োজক পতেঙ্গা ফুটবল একাডেমির  পরিচালক  ও সংগঠক মোঃ নজরুল ইসলাম মিন্টু ও মোঃ জাবেদ হোসেনের সমন্বয়ে পুরস্কার বিতরণী সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ সেলিম রেজা,হামিদুল হক,এম.এ রউফ, জামাল উদ্দিন, আক্তার হোসেন এবং পতেঙ্গা ফুটবল একাডেমির  সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মিন্টু।

 

খেলায় অংশ নেওয়া সকল খেলোয়াড়দের ব্যক্তিগত ট্রফি সহ চ্যাম্পিয়ন,রানার্সআপ  দলের ট্রফি এবং  ডিনার ভোজন সভা সম্পন্ন হয়।

শেয়ার করুন

আরো দেখুন......