1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি

মুকসুদপুরে উদ্ধার হাত-পা বাঁধা লাশটির পরিচয় মিলল, হদিস নেই গাড়ির

  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৪১ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:গোপালগঞ্জে উদ্ধার হাত-পা বাঁধা লাশটি প্রইভেটকার চালক রুবেল খানের (৩২)। তাঁর বাড়ি বরিশাল সিটি করপোরেশনের দক্ষিণ সাগরদী এলাকায়। প্রাইভেটকার ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করতেন তিনি। তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা প্রাইভেটকার ছিনিয়ে নিয়েছে বলে দাবি করছে পুলিশ।

 

মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী-কমলাপুর সড়কের আগারিয়া সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। রুবেল বরিশালের আবুল কালাম আজাদের প্রাইভেটকার ভাড়া নিয়ে চালাতেন।

 

নিহতের ভাই রাজীব খান বলেন, রুবেল ভাড়ায় যাত্রী নিয়ে কুয়াকাটায় যান। সেখান থেকে রোববার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী যাওয়ার জন্য চার যাত্রী রুবেলের গাড়িটি ভাড়া করেন। তাঁদের গাড়িটি ভাড়া করে দেন কুয়াকাটার ভাড়ায় চালিত গাড়ি ব্যবসায়ী মো. শাহীন। রাত ৯টার দিকে রুবেল যাত্রীদের নিয়ে কুয়াকাটা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশে রওনা হন। রাত দেড়টার দিকে রুবেলের সঙ্গে প্রাইভেটকার মালিক আবুল কালাম আজাদের ফোনে সর্বশেষ কথা হয়। তখন রুবেল জানান, টেকেরহাট এলাকা অতিক্রম করেছেন তিনি। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

 

রাজীব জানান, রুবেলকে খুঁজতে সোমবার সকালে বাবাকে নিয়ে টেকেরহাট যান তিনি। সেখানে একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কোনো তথ্য পাননি। এরপর স্থানীয়দের পরামর্শে মুকসুদপুর থানায় যান তাঁরা। সেখানে গিয়ে পুলিশের উদ্ধার করা লাশটি রুবেলের বলে শনাক্ত করেন।

 

মুকসুদপুর থানার (ওসি) তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান, শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তবে তাঁর প্রাইভেটকারটি পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের ভাই রাজীব থানায় হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......