রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার (রংপুর বিভাগ): রংপুরে শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রিহ্যাব সেন্টার এসোসিয়েশন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ১১টার দিকে রিপোর্টার্স ক্লাব, রংপুর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আরবাব হোসেন রিয়েল লিখিত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদক প্রতিরোধে শুন্য সহিষ্ণুতানীতির সাথে একাত্ব হয়ে কাজ করছে “রিহ্যাব সেন্টার এসোসিয়েশন” রংপুর।
১৯৯০ দশকের শুরু হওয়া মাদক সমস্যাটি বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসন একটি জটিল প্রক্রিয়া, কারণ নির্ভরশীলতার কারণে একজন ব্যক্তির শারীরিক, মানষিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে। যা কখনও কখনও এককভাবে চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব হয় না।
এসময় স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম বলেন আমাদের ভুল থাকতে পারে, আপনারা আমাদের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ করে দিবেন। তবে NEWS 24 টিভির মতো ভুল তথ্য দিয়ে নিউজ করবেন না। ভুলভাল তথ্য দিয়ে নিউজ করছে বলে আমরা অনেক বিভ্রান্তির মুখে পড়েছি।#