বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি:-সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ? দেখলাম না এ নজরে।আব্দুল বাউল সম্রাট লালন শাহ লালন ফকিরের আজ 132 তম বর্ষে বিনম্র শ্রদ্ধা । আজকের দিনে পৃথিবীর মায়া কাটিয়ে ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন কাটিয়ে ব্রহ্মলোকে চলে । 17 ই অক্টোবর (1890সালে। লালন ফকির ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদি সমাজ সংস্কারক এবং দার্শনিক অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন তিনি লালনকে বাউল গানের অগ্রদূত বলা হয় লালনকে বাউল গানের অগ্রদূত বলা হয় তার তিরোধান দিবসে দৈনিক অপরাধ-অনুসন্ধান লিমিটেড পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি মোঃ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি।(বাংলাদেশ)।