শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
জেলা প্রতিনিধি(বরগুনা):
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে নারী সহ দুইজন। আহত জেসমিন, আফসানাকে উদ্ধার করে তাৎক্ষনিক বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। এ ঘটনায় বরগুনা সদর থানায় অভিযোগ করেছে হামলার শিকার ভুক্তভোগী নিজাম প্যাদা, রবিবার বিকেলে বরগুনা সদর উপজেলার, ২নং গৌরীচন্না ইউনিয়নের, আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক নৌ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসলে হামলা কারিরা পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার নামধারী সন্ত্রাসী হারুন প্যাদা, জাফর, টিটু , টিপু, সহ ৩/৪ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে নিজাম প্যাদা এর সাথে অহেতুক তর্ক সৃষ্টি করে, একপর্যায়ে তাকে মারধর শুরু করে, তাদের হাতে থাকা রামদা, ছেনা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে নিজাম প্যাদার বশত ঘরে ঢুকে তার যুবতী কন্যাকে মারধর করে এবং পরনের কাপড় চোপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে, মেয়ের ডাক চিৎকারে মা রান্না ঘর থেকে বেরিয়ে আসলে তাকে এলোপাথাড়ি পিটাইয়া গুরুত্বর আহত করে। এবং ঘরের বিতরে থাকা প্রয়োজনীয় কাগজ পত্র ও নগদ টাকা হাতিয়ে নিয়ে যায়। খাবারের ভাত বলে রাখা সেই ভাতের মধ্যে প্রসাব করে সন্ত্রাসীরা। বর্তমানে তারা এতোই উত্তেজিত যে কোন মুহুর্তে তাদের ধারা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। তবে এঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেওয়ান জগলুল হাসান বলেন এ বিষয় থানায় অভিযোগ দায়ের করেছে , তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।