1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা এর বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫ জন দেখেছেন

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা এর বিরুদ্ধে মানববন্ধন

জাহাঙ্গীর আলম,পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন এর বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১২- সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে পঞ্চগড় শের ই বাংলা পার্ক চৌরঙ্গী মোড় সংলগ্ন জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সময় বলেন, কুদরত ই খুদা মিলন অবৈধভাবে সম্পত্তি জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি সহ দিনের পর দিন নানাভাবে মানুষের ওপর নির্যাতন করে আসতেছে। এ ঘটনায় একাধিকবার জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও আমরা কোন প্রতিকার পাইনি। মিলন চেয়ারম্যান তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ত্রাসের রাজত্ব করছে। স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলসি পাথর আসে। যারা ইমপোর্ট ব্যবসা করে তাদের নিকট থেকে কুদরত ই খুদা মিলন গাড়ি লোড করে দিবেন মর্মে প্রতি সেফটি পাথর তিন টাকা করে লোডের জন্য হাতিয়ে নেয়। তাতে দেখা যায় যে একটি ১০ চাকা গাড়ি লোডিং এর জন্য ২৪৯০ টাকা হয়। প্রতিদিন গড়ে ২০০ টি গাড়ি লোড করা হয়। যার প্রায় চার লক্ষ আটানব্বই হাজার টাকা মিলন চেয়ারম্যান ব্যবসায়ীগণের নিকট হতে প্রতিদিন হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন। কিন্তু পারোতপক্ষে স্থল বন্দরে সাপ্লাই ব্যবসায়ীদের কোন গাড়ি লোড করে দিচ্ছেন না তিনি। অতঃপর ব্যবসায়ীগণ তার নিকট জবাবদিহিতা চাইলে তিনি বিভিন্ন ধরনের হুমকি ও ব্যবসায়ীদের ভয় ভীতি দেখান। এই সিন্ডিকেট এর কারণে আমরা সাধারণ ব্যবসায়ীগণ বিভিন্ন ধরনের ঠিকাদারকে পাথর সঠিকভাবে সরবরাহ করতে পারছিনা। তাই সকল ঠিকাদারগণ অন্যান্য স্থল বন্দরে পাথর সরবরাহ করেন। কুদরত ই খুদা মিলন একজন চাঁদাবাজ, সন্ত্রাস, টাকা আত্মসাৎকারী, দুর্নীতিবাজ, পর সম্পদ লোভী। তাই আমরা তেতুলিয়া উপজেলা বাংলাবান্ধা স্থল বন্দরে ব্যবসায়ী সহ সকল স্তরের জনগণ স্থানীয় সরকার ঢাকা, বিভাগীয় কমিশনার রংপুর, দুর্নীতি দমন কমিশন

ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা প্রশাসক, পঞ্চগড় পুলিশ সুপার ও ছাত্র সমন্বয়কদের মাধ্যমে কুদরত ই খুদা মিলনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ দাবি করছি। মানববন্ধন কর্মসূচি শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপার এর কার্যালয়ে গণ স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ, মোঃ আহসান হাবীব, মোঃ নকিবুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম সহ তেতুলিয়া উপজেলা ও ১নং বাংলাবান্ধা ইউনিয়নের অনেকেই অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো দেখুন......