1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি খুলনা বটিয়াঘাটায় বিএনপি নেতা সামসুল ও শফিকুল কে দল থেকে বহিষ্কার দাম্ভিকতার কারণেই হাসিনা সরকারের পতন- মির্জা ফখরুল যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে আমতলীতে বিক্ষোভ সমাবেশ সরকারি চাকরি দেওয়ার নামে অভিনব পন্থায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাঃ সাইফুল্লাহ চট্টগ্রামে  গ্রেফতার।  র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলাকারী বাকলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী কথিত যুবলীগ নেতা মোঃ সাদ্দাম গ্রেফতার। গোপালগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত 0১,আহত-0 ৫ ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে গণঅধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রংপুরে হারাটি বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ

  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫ জন দেখেছেন

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার:-

রংপুরে হারাটি বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।

রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারি স্থানীয় লোকজন ও অভিভাবকরা বলেন, হেড মাস্টার আতাউর রহমান  একজন পুতুল। সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি কুতুবে রব্বানী রাব্বি নিয়োগ বানিজ্য করে প্রায় অর্ধকোটি টাকা ভাগাভাগি করে নিয়েছে। স্কুলের সামান্য কোন দৃশ্যমান উন্নয়ন করেনি। বরং স্কুলের জায়গা অবৈধ ভাবে বিক্রি করে সে টাকাও আত্মসাৎ করেছে। স্কুল ঘরকে গোয়াল ঘরে পরিণত করেছে। খেলার মাঠ সামান্য পানিতে হাটুগাড়া কাঁদা। বক্তারা আরও বলেন, ম্যানেজিং কমিটি স্কুলটাকে জিম্মি করে রেখেছে। অনেক ছাত্র ছাত্রীর উপবৃত্তির টাকা না দিয়ে ভিন্ন কৌশলে হাতিয়ে নেয়। এ ব্যপারে প্রধান শিক্ষক জানান, নিয়োগ বানিজ্য ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নাই, সগাপতি এর জন্য দায়ী। একই সুর মিলিয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক রবিউল বলেন, আমার দিকে আঙুল দেখিয়ে দিতে পারে। কিন্তু আমি তেমন নই। ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক স্যার সব ব্যাপার জানেন। স্থানীয় আর একটা সুত্র জানায়, সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক পরিবারে সব দলের নেতাকর্মী আছে। ওরা আদর্শহীন। যখন যে দল আসে তখন সেই দলের নেতা ঢাল হিসেবে কাজ করে কুকর্ম করে থাকে। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে নাজহাল করে। স্থানীয় কাউন্সিলর মোখলেছুর রহমান তরু বলেন, এগুলো আওয়ামী লীগ এর প্রভাবে করে আসতো। এখন আওয়ামী লীগ পালিয়েছে। এদের ভাগাতে হবে। লেখাপড়ার পরিবেশ ও মান উন্নয়ন করে অতীতের গ্লানি মুছে সামনে বাড়িয়ে নিতে হবে। তাই অভিভাবকরা আজ জেগেছে। দুর্নীতিবাজদের আইন আমলে নিয়ে বিচার করার দাবিও জানান।

শেয়ার করুন

আরো দেখুন......