1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি

পঞ্চগড়ে ট্রাফিক পুলিশের উদ্যেগে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৭ জন দেখেছেন

মোঃ জাহাঙ্গীর আলম ,পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে চলমান তাপদাহে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার (১৯- এপ্রিল) দুপুরে জেলা শহরের শের ই বাংলা পার্ক চৌরঙ্গি মোরে এই পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। অসহনীয় গরম ও রোদের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন পেয়ে হাসিমুখে গ্রহণ করেন চালক, পথচারী সহ সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে প্রচন্ড রোদ আর গরমে জনজীবন অতিষ্ঠ। আমরা জীবন জীবিকার তাগিদে বাইরে বের হয়েছি। আজকে ট্রাফিক পুলিশ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে ডেকে ডেকে পানির বোতল ও খাবার স্যালাইন দিচ্ছে। আমরাও খুশী মনে তা গ্রহণ করেছি। কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানান, আমরা রোদ আর গরম’কে উপেক্ষা করে জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বের হয়েছি। ট্রাফিক পুলিশ ভাইয়েরা সব সময় সড়কের উপর থাকে। যে কারণে তারা আমাদের কষ্ট বুঝতে পেরে খাবার পানি ও খাবার স্যালাইন দিচ্ছে। আমরাও পানি ও স্যালাইন পেয়ে অনেক খুশী। এ ধরনের কার্যক্রম চালকদের প্রতি ট্রাফিক পুলিশের নিবিড় ভালোবাসার বহিঃপ্রকাশ। ট্রাফিক পুলিশ পঞ্চগড় এর এই মহতী উদ্যোগের অনেক প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ। ট্রাফিক পুলিশের এই উদ্যোগ

থেকে উদ্বুদ্ধ হয়ে আরো অনেকেই তৃষ্ণার্ত মানুষের কথা ভেবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বোলে আশাবাদী সংশ্লিষ্টরা। ট্রাফিক পুলিশ পঞ্চগড় এর এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পঞ্চগড় টি আই চন্দন কুমার রায়, টি আই মামুনুর রশিদ, টি আই জুনায়েদ হোসেন সহ ট্রাফিক পুলিশ সদস্যরা।

 

শেয়ার করুন

আরো দেখুন......