1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিনামূল্যে সেহরি পেয়ে খুশি রোগী ও স্বজনরা।

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮০ জন দেখেছেন

মোঃ নাছিম খান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও স্বজনদের মাঝে ‘আল মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা’) চুয়াডাঙ্গা টিমের পক্ষ থেকে বিনামূল্যে সেহরি বিতরণ করা হচ্ছে।

কার্যক্রমের প্রথম দিনেই হাসপাতালের প্রায় ২ শতাধিক রোগী ও স্বজনদের মাধ্যে সেহরি পৌঁছে দেওয়া হয়। মাসব্যাপি তাদের এই কার্যক্রমন চলমান থাকবে। বিনামূল্যে সেহরি পেয়ে খুশি রোগী ও স্বজনরা। তাদের এই কার্যক্রমে প্রশংসায় ভাসছে এই সংগঠনটি।

রোগীর স্বজনরা জানান, আমরা অনেকে দূরদূরান্ত থেকে হাসপাতালে আসি। এছাড়া আশপাশে ভাল মানের খাবার হোটেল নাই যে সেহরি খেতে পারব। আল মুহসিন সংস্থার পক্ষ থেকে প্রতি রাতে সেহরি দিচ্ছে। এতে অনেকে উপকৃত হচ্ছেন।

মেডিসিন ওয়ার্ডের এক রোগীর স্বজন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার মেয়ে আজ ৩ দিন ভর্তি আছে। আমি ও আমার মা রাতে থাকি মেয়ের কাছে। প্রতিরাতে সেহরি দিয়ে যান তারা। আমরা সেটা খেয়ে রোজা থাকি। সেহরি পেয়ে আমাদের খুব উপকার হয়। তার এই কাজটাকে আমরা স্যালুট জানাই।

আল-মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা)’র সভাপতি ইউসুফ রেডিও চুয়াডাঙ্গাকে জানান, সদর হাসপাতালে অপেক্ষাকৃত গরিব মানুষ বেশি চিকিৎসা নিতে আসেন। অনেক সময় দেখা যায় দূরদূরান্ত থেকে রোগী ভর্তি হয়। রোগীর সঙ্গে দুইজন তিনজন থাকে। এরমধ্যে অনেকে কলা-পাউরুটি, বিস্কুট-পানি খেয়ে রোজা পালন করেন। দুস্থ রোগী, অসহায় অথবা যে কেউ আসুক, এখান থেকে তারা ফ্রি সেহরি পাবেন। এদের কথা চিন্তা করেই বিনামূল্যে রমজান মাসজুড়ে এই কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে।

আল-মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা) সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভালো কাজ করার জন্য খুব বেশি টাকা-পয়সার দরকার হয় না। ভালো একটা মন থাকা চাই। শুধু একটা কথা বলবো, আপনার ভেতরটাকে একটু জাগ্রত করুন। কেউ এগিয়ে আসবে তা নয়, আপনি নিজে আগে এগিয়ে আসুন। কিছু না পারি, একটা খেজুর এবং এক বোতল পানি যদি কোনো মানুষের হাতে তুলে দিতে পারি, এটার জন্যও আল্লাহ আরও ৭০ গুণ বরকত দিয়ে দেবেন। অন্তত আমরা এইটুকু চিন্তা করি, আমরা কিছু করতে চাই কিনা। উদ্যোগ একজন নেয়, সেটা সফল করে আপনাদের আমাদের মতো মানুষ।

শেয়ার করুন

আরো দেখুন......