রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারীকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখমসহ ৬ জনকে আহত হওযার ঘটনা ঘটেছে।
গত সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে গৌরীপুর ও নলকুড়া ইউনিয়নের ভারুয়া ও ধারাপানি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র রমজান আলী,সাইদুল ইসলামের পুত্র সুমন রানা,মোহাম্মদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান, মুজাহিদ,সাইদুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন,রুহুল আমিনের পুত্র মো. ছামিরসহ ৬ জন আহত হয়ে বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী জাকির হোসেন ওরুফে উজ্জল মিয়ার সাবেক স্ত্রীর কাছে ক্রয়কৃত ৩৩ শতাংশ জমিতে বিভিন্ন জাতের ফলের বাগান করিয়া আসিতেছে। ওই ৩৩ শতাংশ জমি আসামি মিজান গংরা ঘটনার দিন বেদখলের চেষ্টা করে।
এক পর্যায়ে ১ নং আসামি মিজানসহ অপর আসামিগণ আকস্মিকভাবে রমজান আলী ও সুমন রানার মাথায় ধারালো দা দিয়ে কুপ দিয়ে মারাত্মক রক্তাক্ত করা সহ অন্যান্য লোকদেরকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে জখমকৃত রমজান আলী ও সুমন রানাসহ অন্যান্য আহতদেরকে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে পরে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে।
এ ব্যাপারে জমির মালিক জাকির হোসেন উজ্জল আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি ঝিনাইগাতী থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন প্রদান করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান,আদালত কর্তৃক নির্দেশ পাওয়ার পর ২ নং ও ৫ নং আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকি আসামী পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।