1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
ওমর কিন্ডার গার্ডেন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক ও শেরপুর জেলা আঃ লীগের সা:সম্পাদক এড: চন্দন কুমার আটক। বরগুনায় জমকালো আয়োজনে কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোপালগঞ্জে কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত সাবেক কৃষি মন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন অগ্নি কন্যা মতিয়া চৌধুরী! র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ফেনী সদর হাসপাতাল এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক গাড়ি উদ্ধার সহ ছিনতাইকারী গ্রেফতার-০৩  বটিয়াঘাটায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভায় অনুষ্ঠিত শ্রীপুরে বিএনপির নেতা কর্মীদের সাথে ডাঃ শফিকুল ইসলামের মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সবজি ও নিত্যপণ্যের বাজারে আগুন  সাধারণ মানুষের হাহাকার 

যশোর বেনাপোলে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট সময়ঃ বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১৭ জন দেখেছেন

মোঃমুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোরের বেনাপোল ইউনিয়নের আমড়াখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম (৬০) সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নুর আলম ইউনিয়নের আমড়াখালী গ্রামের স্থায়ী আওয়ামী লীগ পরিবারের সন্তান ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে গত ২৮ আগস্ট নুর আলম একই গ্রামের সন্ত্রাসী মাদক কারবারি একাধিক মামলার আসামি বাবুর দায়ের কোপে মারাত্মক আহত হন।

মুন্নি বেগম নামে নুর আলমের এক আত্মীয় জানান,পূর্বশত্রুতার জের ধরে আমড়াখালী গ্রামের ইমান আলীর ছেলে বাবু তার দলবল নিয়ে গত ২৮ আগস্ট রাতে নুর আলমের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা ককটেল বিস্ফোরণও ঘটায়।তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাতজনকে জখম করে।

এতে নুর আলমও গুরুতর আহত হয়।স্বজনরা তাকে দ্রুত শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। ঘটনার তিন দিন পর মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান।নুর আলমের ভাই শাহ আলমের অবস্থাও আশঙ্কাজনক। তাকেও খুলনা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন,ওই এলাকায় ঘটনার দিন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নুর আলম যে মারা গেছে তা তিনি শুনেছেন।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল জানান,আওয়ামী লীগ নেতা নুর আলম গ্রামে ন্যায়বিচার করতেন।এতে শত্রু হয়ে ওঠে মাদক কারবারি ও সন্ত্রাসী বাবু। এ শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর প্রতিবাদ করে হত্যাকারীদের দ্রুত আটকের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

আরো দেখুন......