1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
ওমর কিন্ডার গার্ডেন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক ও শেরপুর জেলা আঃ লীগের সা:সম্পাদক এড: চন্দন কুমার আটক। বরগুনায় জমকালো আয়োজনে কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোপালগঞ্জে কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত সাবেক কৃষি মন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন অগ্নি কন্যা মতিয়া চৌধুরী! র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ফেনী সদর হাসপাতাল এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক গাড়ি উদ্ধার সহ ছিনতাইকারী গ্রেফতার-০৩  বটিয়াঘাটায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভায় অনুষ্ঠিত শ্রীপুরে বিএনপির নেতা কর্মীদের সাথে ডাঃ শফিকুল ইসলামের মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সবজি ও নিত্যপণ্যের বাজারে আগুন  সাধারণ মানুষের হাহাকার 

দিনের শুরুতে ত্রিশ হাজার পাঁচ`শ টাকা টোল আদায় প্রথম দুই ঘন্টায় ১২১টি যানবাহন পারাপার।

  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

ওমর ফারুক, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

২৯ অক্টোবর রবিবার –ভোর থেকে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল ৮টা পর্যন্ত দুই ঘণ্টায় ১২১টি যানবাহন চলাচল করেছে।

রবিবার ২৯ অক্টোবর ভোর ৬টা থেকে যান চলাচল শুরু হয়।
প্রথম যাত্রীবাহী বাস হিসেবে টোল দেয় বিডি বাস লাভার গ্রুপের একটি বাস। আনোয়ারা প্রান্তে ভোর ছয়টায় প্রথম যাত্রী হিসেবে টোল দেন মুন্সিগঞ্জের ব্যবসায়ী জুয়েল রানা। এরপর টোল দেন সাতকানিয়ার চালক শফিক আলম। টানেলে প্রবেশের জন্য উভয় প্রান্তে অপেক্ষায় ছিল প্রায় শতাধিক গাড়ি। তবে পতেঙ্গা প্রান্তের চেয়ে আনোয়ারা প্রান্তে গাড়ির চাপ বেশি ছিলো।

টানেল খুলে দেওয়ার পর ৬টা থেকে ৭টা পর্যন্ত ১ ঘণ্টায় ৭২টি গাড়ি চলাচল করে। আর এতে টোল আদায় হয় ১৯ হাজার ৫০ টাকা।
পরের এক ঘণ্টায় ৭টা থেকে ৮টা পর্যন্ত ৪৯টি গাড়ি অতিক্রম করে। এতে টোল আসে ১১ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে প্রথম দুই ঘণ্টায় ১২১টি গাড়ি থেকে ৩০ হাজার ৫০০ টাকার টোল আদায় হয়েছে বলে জানান।

বেলায়েত হোসেন নামে এক টোল ম্যানেজার জানান, সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় টানেল,
প্রথম এক ঘণ্টায় একটু বেশি যানবাহন ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে পারে বলে জানান টোল টোল ম্যানেজার বেলায়েত হোসেন।

টানেল পারাপারের জন্য টোল নির্ধারণ করে দেয় সরকার। সেতু বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা, বাসের ৩১ আসন বা এর কম হলে টোল ৩০০ টাকা-৩২ আসন বা তার বেশি হলে ৪০০ টাকা,ও ৩-এক্সেল বাসের জন্য টোল ৫০০ টাকা, ট্রাক-৫ টন পর্যন্ত ৪০০ টাকা, ৮ টন পর্যন্ত ৫০০ টাকা। এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ৬০০ টাকা, মালবাহী ৩ এক্সেল ট্রেলারের টোল ৮০০ টাকা – ৪ এক্সেল ট্রেলারে ১ হাজার টাকা, ৪ এক্সেলের বেশি প্রতি এক্সেলের জন্য ১ হাজারের সঙ্গে ২০০ টাকা।
টানেল উদ্বোধন এর দ্বিতীয় দিনে যান বাহন চলাচল কম হলেও পরক্ষণে যান বাহন চলাচল বৃদ্ধি হবে টোল টেক্স ও বৃদ্ধি হবে বলে জানিয়েছেন টোল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো দেখুন......