শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
মোঃ রুবেল হুসাইন, আমতলী( বরগুনা) প্রতিনিধি:
বরগুনা আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস বজ্রপাতে মৃত্যু হয়।মোস্তফা বিশ্বাস বেতমোর গ্রামের নুরমোহাম্মদ বিশ্বাসের ছেলে।ঘটনাটি উরশিতলা নামক গ্রামে রবিবার সকাল সারে ৯টায় ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূএে জানা যায়, রবিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের উরশিতলা নামক স্থানে ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা বিশ্বাস ক্ষেতের কৃষি কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতের শিকার হয়।তার নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় ও স্বজনরা খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে উদ্ধার করে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ঘটনায় স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন আমতলী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।