শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
মোঃ ইলিয়াস হাওলাদার (চট্টগ্রাম)
নগরীর দেওয়ানহাট মোড়ে মামুন টাওয়ারের চতুর্থ তলায় দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন হয়েছে।
গত ২০/০৯/২০২৩ ইং চট্টগ্রাম নগরীর ২৪ নং ওয়ার্ড ডবলমুড়ি থানাধীন দেওয়ানহাট মোড়ের মামুন টাওয়ারের চতুর্থ তলায় জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন হয়েছে।
এ সময় জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের উপ-সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী জুয়েল জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো মোঃ মনির হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান এবং কেক কেটে চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের উপ-সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল চৌধুরী বিপ্লব আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, মোঃ নজরুল ইসলাম নহিম দৈনিক নববানী সহ সম্পাদক, মোঃ ইলিয়াস হাওলাদার একুশের সংবাদ ক্রাইম রিপোর্টার, জাকির হোসেন দৈনিক প্রতিদিনের কাগজ, নাসির উদ্দিন মজুমদার দৈনিক নববানী চট্টগ্রাম ব্যুরো প্রধান, কোহিনুর আক্তার কাজল ডাবল মুড়ি থানা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সভাপতি,
আলী আকবর আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সহকারী পরিচালক চট্টগ্রাম বিভাগ, সুজন, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সহ-সভাপতি চট্টগ্রাম বিভাগ, মানিক আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগ, এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রমুখ।