শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত- ৩১ দফা জাতীয় রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গোয়ালগ্রামে এই কর্মসূচির অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১আসন থেকে মনোনয়ন প্রত্যাশী- সেলিমুজ্জামান সেলিম এর আস্থাভাজন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের সৈনিক ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদারের উদ্যোগে এমন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সঙ্গে ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি নেতা জাকির শিকদার, সাতপাড় সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রানা ঠাকুর, ননীক্ষীর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শেখ ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির শতাধিক নেতাকর্মী।।
গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় সকলের কাছে ভোট প্রার্থনা করা হয়।
এ সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনের জন্য এই রূপরেখা অনুসরণ করা দেশের সকল নাগরিকের দায়িত্ব।
উপস্থিত নেতৃবৃন্দ প্রতিজ্ঞা করেন যে, দেশের সংকট নিরসনে বিএনপির ৩১ দফা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন এবং আগামীতে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে সবাই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।