শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
সাভার প্রতিনিধি:
সাভার (ঢাকা): ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানাধীন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জয়নাল আবেদীন (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন আশুলিয়ার বাইপাইল নামাবাজার চাঁননগর মহল্লার মো. সেলিম মিয়ার ছেলে।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন স্বীকার করেছে যে, সে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় নিয়মিতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার সাথে আর কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।