শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মিয়ার নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত- ৩১ দফার জাতীয় রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ নভেম্বর) জলিরপাড় ইউনিয়নে এই কর্মসূচির নেতৃত্ব দেন- গোপালগঞ্জ- ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান সেলিম এর বিশ্বস্ত ভ্যানগাড,শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শের সৈনিক – জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া। ও সক্রিয় কয়েকশো স্থানীয় নেতাকর্মী।
দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রম চালানো হয়। গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং দলের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ দেশের বর্তমান সংকটময় প্রেক্ষাপটে তারেক রহমানের ঘোষিত- ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এই রূপরেখা অনুসরণ করা অপরিহার্য।
লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি চিন্তা হরন মন্ডল, জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুবোধ মন্ডল, শহীদ মিনা, আক্কাছ তালুকদার, ইউনিয়ন বিএনপি’ ও সহযোগী অঙ্গসংগঠনসহ
শত শত স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এককভাবে প্রতিজ্ঞা করেন যে, দেশের সংকট নিরসনে বিএনপির- ৩১ দফা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করবেন।