শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলার তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও বরগুনা-১ আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী আসমা আজিজ। আজ পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষের পক্ষে ব্যাপক জনসংযোগ করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরে তিনি “পচাকোড়ালিয়া প্রিমিয়ার লীগ” (পিপিএল)-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তব্যে আসমা আজিজ বলেন,দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন ও সুশাসন ফিরে আসবে। জনগণই হবে রাষ্ট্রের মালিক।
তিনি আরও বলেন,“আমরা জনগণের পাশে আছি, থাকবো। ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক—এই প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে আবারও মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় নেতারা জানান, এ ধরনের জনসংযোগ কার্যক্রমে সাধারণ মানুষের সাড়া দিন দিন বাড়ছে এবং বিএনপির প্রতি সমর্থন আরও সুসংহত হচ্ছে।