বিশেষ প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ধাড়িয়া বন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। তাঁর বক্তব্যে তিনি দলের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে, যা দলের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়াও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলী। কর্মসূচিতে শিবগঞ্জ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং কিচক ইউনিয়ন বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই সফল আয়োজন দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।