বিশেষ প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলালে মাহমুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করলেন গণমানুষের প্রিয়নেতা ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
বুধবার (০২ জুলাই, ২০২৫) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলার আয়োজন ও এতে অংশগ্রহণকারীদের প্রশংসা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য মোঃ আব্বাস আলী, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য এম এ সামাদ বাবু, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মৃধা, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সদস্য খুরশিদ আলম চৌধুরী, ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতা রুমি চৌধুরী, বড়তারা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ হোসেন, ক্ষেতলাল পৌর বিএনপি নেতা মোসলেম সরদার, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানাউল কাজী এবং জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এই আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে সহায়ক হবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।