নিজস্ব প্রতিবেদক:
২০ জুন ২০২৫ খ্রি. সকাল ৯ টায় চট্টগ্রাম মডেল স্কুল-এ শিক্ষক-অবিভাবক ও শিক্ষার্থীদেকর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মোসা.ইয়াসমিন ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রুমানা পারভীন, কনিকা দাশ, লাকি আক্তার, তানজিনা আক্তার, মেহেদী হাসান ছোটন,মোমিনা আক্তার, অভিভাবক সদস্য মোহাম্মদ রাসেল মোল্লা প্রমুখ।
প্রধান আলোচক এম. নজরুল ইসলাম খান বলেন, "ফাস্ট করার লক্ষ্য নিয়ে শিক্ষা নয়, শিক্ষার প্রকৃত লক্ষ্য আলোকিত মানুষ করে গড়ে তোলা।"
পাঠ্যপুস্তক ও শ্রেণি কক্ষের বাইরে শিক্ষার যে বিষয়গুলি আছে যেমন এক্সট্রা কারিকুলামের কিছু বিষয়, নৈতিক ও মানবিক শিক্ষার সকল বিষয় গুলো স্কুলের শিক্ষায় অন্তর্ভুক্ত করা উচিৎ।আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে
প্রথম প্রান্তিক মূল্যায়নের পাঠোন্নতির বিবরণী পত্র বা শিক্ষার্থী শিখন অগ্রগতির প্রতিবেদন কার্ড প্রদান করা হয়।