নিজস্ব প্রতিবেদক:
আজ ১৫ জুন ২০২৫, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরী বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডে "চট্টগ্রাম মডেল স্কুল"- এ 'করোনা ও ডেঙ্গু' সম্পর্কে সচেতনতা ও করণীয় সম্পর্কে 'মা সমাবেশ' অনুষ্ঠিত হয়।
পরিচালনা পরিষদের সহ-সভাপতি ইয়াসমিন ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক 'আজকের মানব সময়' পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম.নজরুল ইসলাম খান। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ,রুমানা পারভীন, কণিকা দাস, লাকি আক্তার, তানজিলা আক্তার, লাকী দাস, মেহেদী হাসান ছোটন, মেমিনা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন,"যে কোনো সমস্যার সমাধান কল্পে আমাদের সচেতনতা প্রয়োজন সর্বাগ্রে। সমস্যা সম্পর্কে জেনে আমাদের করণীয় করতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে"।