শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
পারভেজ রানা স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় ডাকাতি প্রস্তুতিকালে গ্রামবাসী টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গ্রামবাসীর লাইসেন্সকৃত বন্ধুকের গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আজ রবিবার(২৫ মে) সকাল ১১ টায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ওই ডাকাত মারা যায়। নিহত ওই ডাকাতের নাম মো. আনোয়ার হোসেন(৫০) ওরফে রিপন। সে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের লক্ষনা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামের আফজাল মাষ্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় গ্রামবাসীরা টেরপেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এসময় সংঙ্গবদ্ধ ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সুমন জমাদ্দার নামে একজনের লাইসেন্সকৃত বৈধ বন্ধুক থাকায় তিনিও পাল্টা গুলি চালায়। এসময় ডাকাত আনোয়ার গুলিবিদ্ধ হয় বাকিরা পালিয়ে যায়।
বিষয়টি বামনা থানায় জানালে পুলিশ এসে গুলিবিদ্ধ ডাকাত আনোয়ারক উদ্ধার করে। এসময় তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আজ রবিবার সকাল ১১টার দিকে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
এবিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ বলেন, গ্রামবাসীর সাথে গোলাগুলিতে ডাকাত আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ডাকাত আনোয়ার হোসেনের নামে দেশের বিভিন্ন থানায় একাধীক ডাকাতি মামলা রয়েছে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ৩ রাউন্ড গুলিসহ ৪টি মোবাইল পাওয়া গেছে। নিহত ডাকাতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।