শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ঘটেছে এক আবেগঘন ও অনন্য দৃশ্য। বিদ্যালয় পরিদর্শনে এসে বরগুনা পিটিআই-এর ইনস্ট্রাক্টর নুসরাত আরা বীথি হঠাৎ করেই আবিষ্কার করেন, এই বিদ্যালয়ের শিক্ষিকা ফাহমিদা নুসরাত সুমী আসলে তাঁর স্কুলজীবনের প্রিয় বান্ধবী।
ঘটনার সূত্রপাত সকালে, যখন পিটিআই সুপারিন্টেন্ডেন্ট দিলারা সুলতানা ও ইনস্ট্রাক্টর নুসরাত আরা বীথি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের পরিবেশ পর্যবেক্ষণের মাঝেই হঠাৎ দুজনের চোখাচোখি—তারপরেই এক হৃদয়ছোঁয়া পুনর্মিলন।
দীর্ঘদিন পর হঠাৎ দেখা হওয়ায় দুই বান্ধবী আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাদের বন্ধুত্বের এই দৃশ্য দেখে স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও মুহূর্তটির সাক্ষী হয়ে পড়েন আবেগে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব হোসেন জানান, এটি আমাদের সবার জন্য একটি স্মরণীয় দিন। একজন শিক্ষিকা যখন তার স্কুলজীবনের সাথীকে একজন সফল প্রশিক্ষক হিসেবে দেখতে পান, তা নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা।
এই ঘটনাটি আবারও স্মরণ ক