শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-৩২, তাং-২৭ এপ্রিল ২০২৫ইং, ধারাঃ-নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(৪)(খ) মামলার ০১নং এজাহারনামীয় প্রধান আসামী মোঃ দিদারুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ডবলমুরিং মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দিদারুল ইসলাম দিদার (৩৮), পিতা-মৃত মোজাহের মিয়া, সাং-আশিয়া মল্লা পাড়া, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।