শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন
বরগুনা জেলা প্রতিনিধি:
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে” সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, বিকাল ৪টায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ শফিউল আলম। বিশেষ অতিথিছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় মানসম্মত শিক্ষার প্রসার ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাল্টিমিডিয়া প্রজেক্টরের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলবে।