শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
পারভেজ রানা, স্টাফ রিপোর্টার:
বরগুনার আমতলীতে বিল থেকে থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ঐ নারীর সঙ্গে থাকা ছেলে অক্ষত থেকে বেঁচে যায়। সোমবার (১২ মে) বিকেলে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কোহিনুর বেগম ডালাচাড়া গ্রামের মোঃ জামাল মিস্ত্রীর সহধর্মিণী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বজ্রপাতে কোহিনুর বেগমের একটি গরুও মারা গেছে।
নিহতের স্বজনরা জানান, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামের মোঃ জামাল মিস্তিরির স্ত্রী কোহিনুর বেগম তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে সোমবার সন্ধ্যায় বিল থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তথ্য সংগ্রহ করছে।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, নিহতের পরিবার আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী তাদের সহায়তা প্রদান করা হবে।