ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:
প্রভাব খাটিয়ে ফিলিং ষ্টেশন দখল ও ব্যবসার মুলধন ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ন্যায় বিচার পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মজিবুর রহমান মাঝি।
বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে এগারোটার দিকে জেলার গৌরনদী উপজেলা সদরের কারিতাসের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমান মাঝি বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদীর কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং ষ্টেশনের অংশীদার এবং ফিলিং ষ্টেশনের জমির মালিকদের অবৈধভাবে বে-দখল করা এবং ব্যবসার মূলধন হিসেবে ধারের ৪০ লাখ টাকা না দিয়ে প্রতিপক্ষের লোকজনে মিথ্যা মামলা দিয়ে তাকে (মুক্তিযোদ্ধা) ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকিসহ হয়রানি করে আসছে।
মজিবুর রহমান মাঝি তার বক্তব্যে বলেন, উল্লেখিত ফিলিং স্টেশনের তিনি ও তার ছেলেরা অর্ধেকেরও বেশি মালিক। এছাড়া ব্যবসা পরিচালনার জন্য তার মেঝ ছেলের কাছ থেকে ষ্ট্যাম্প চুক্তির মাধ্যমে ৪০ লাখ টাকা ধার নেওয়া হয়। পরবর্তীতে ব্যবসায়ী আয়-ব্যয়ের হিসেব সকল অংশীদারদের মধ্যে স্বাভাবিকভাবে চলে আসছিলো। সম্প্রতি ফিলিং ষ্টেশনের ম্যানেজারসহ কতিপয় ভাড়াটিয়া লোকজনের পরামর্শে প্রভাব খাটিয়ে ফিলিং ষ্টেশনের অংশীদার হারুন বেপারী এবং তার মেয়ে পপি বেগম ও তার মেয়ে জামাতা আজমল সিদ্দিক সোহাগ ফিলিং ষ্টেশন অবৈধভাবে দখলের জন্য মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তার (মজিবুর) ছেলেদের ও নাতীদের কারাগারে পাঠিয়ে ফিলিং স্টেশন দখল করে নেওয়া হয়। এ ঘটনায় ন্যায় বিচার পেতে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমান মাঝি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ মো. হারুন বেপারীর ভাই ও বোনেরা উপস্থিত থেকে অভিযোগ করে বলেন, তার ভাই (হারুন বেপারী) তাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের পর ভোগ করে আসছে। ইতিপূর্বে সম্পত্তির ভাগ চাইতে গিয়ে একাধিকবার তার (হারুন) বোনেরা হামলার শিকার হয়েছেন। তারা আরও বলেন,আরিফ ফিলিং ষ্টেশনের ৫৮ শতক জায়গার মধ্যে হারুন বেপারী মাত্র ২.৩৮ শতকের মালিক। সামান্য ওই জমি ও ফিলিং ষ্টেশনের লাইসেন্স ছাড়া এ ব্যবসায় তার কোন মুলধন নেই।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাঝি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায় বিচার পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলহাজ আব্দুল গনি মাঝি, শরীফুর রহমান, কহিনুর বেগম, হোসনেয়ারা বেগম সখিনা, সালমা পারভীন, ওয়াহীদ সম্রাট উপস্থিত ছিলেন।