শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে”সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অত্যাচার মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণের অপচেষ্টা। আমরা এর তীব্র নিন্দা জানাই।” – এমন কঠোর বার্তা দিলেন “বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো:খলিলুর রহমান ।
অনুষ্ঠানে ঊপস্হিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো:খলিলুর রহমান, দৈনিক আজকে মানব সময পত্রিকার সম্পাদক ও প্রককশক এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো:.মোসলেউদ্দিন বাহর, বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: নজরুল ইসলাম খান,ক্লাব’র চট্রগ্রাম মহানগর কমিটির সভাপতি মো: নাছির উদ্দিন মোল্লা,বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র সাংবাদিক নেতৃবৃন্দ।
“বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান। সভায় বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনার তীব্র সমালোচনা করেন।
বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র পক্ষ থেকে বলা হয়, “সংবাদকর্মীরা জাতির বিবেক, তাদের কণ্ঠরোধ করার যেকোনো চেষ্টা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। আমরা অবিলম্বে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নির্ভয় পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তারা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না।
আজ বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ খ্রি: সকাল ১০টায় চট্রগ্রাম ফ্রীপোর্ট এলাকার একটি হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।