শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর মডেল থানার মামলা নং-২০, তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৬ইং, ধারাঃ ৩২৪/৩২৬/৩০৭/৩৪ পেনলা কোড ১৮৬০ মামলার সাজাপ্রাপ্ত আসামী মোবারক হোসেন চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৭৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পশ্চিম সুপারীওয়ালা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোবারক হোসেন প্রকাশ মাওলা (৪৫), পিতা-কমান্ডার ফজলুল হক, সাং-মধ্যম মাথিয়ারা, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় তিন বছরের সশ্রম করাদন্ড এবং ২ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।