1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

পুলিশ সপ্তাহ-২০২৫ এ “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পদকের জন্য মনোনীত হলেন সিএমপি কমিশনার।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭০ জন দেখেছেন

ডেস্ক নিউজ: অদ্য ২৯/০৪/২০২৫ খ্রি. মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকায় অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে ১১ জানুয়ারি ২০২৪ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, চাঞ্চল্যকর সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরূপ “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)”, “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা”, “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)”, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)- সেবা”, প্রদানসহ ০৪ (চার)টি ক্যাটাগরিতে মোট ৬০ (ষাট) জন পুলিশ সদস্যকে উল্লেখিত পদক প্রদান করা হবে।

 

যার মধ্যে (ক) ক্যাটাগরিতে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পদকে মনোনীত হয়েছেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। একই ক্যাটাগরিতে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পদকে মনোনীত হয়েছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার। এছাড়াও সিএমপির ডিবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)”-সেবা, পদকে ও কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত এসআই (নিরস্ত্র) জনাব রাছিব খাঁন “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)” পদকের জন্য মনোনীত হয়েছেন।

 

এছাড়াও সিএমপির নিম্নোক্ত মোট ১২ (বারো)

পুলিশ সদস্যগণ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাচ-২০২৪” এ মনোনীত হয়েছেনঃ

 

১.জনাব মোঃ জাহাঙ্গীর,

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সিএমপি, চট্টগ্রাম।

২.জনাব মোঃ সোলাইমান,

অফিসার ইনচার্জ,পাঁচলাইশ মডেল থানা, সিএমপি চট্টগ্রাম।

৩.জনাব মোঃ বাবুল আজাদ,

অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম।

৪. জনাব মোঃ আফতাব উদ্দিন,

অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম।

৫. জনাব মোঃ আব্দুল করিম,

অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানা, সিএমপি, চট্টগ্রাম।

৬.জনাব মোঃ রুবেল আফ্রাদ,

পুলিশ পরিদর্শক (তদন্ত), কোতোয়ালি থানা, সিএমপি, চট্টগ্রাম।

৭. এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল পিপিএম, ডবলমুরিং থানা, সিএমপি।

৮.এসআই (নিরস্ত্র) জনাব মোঃ জিয়াউল হক,

 সিএমপি চট্টগ্রাম।

৯.এএসআই (সশস্ত্র) দেওয়ান মোঃ হোসেন,

সোয়াত টিম, সিটিটিসি, সিএমপি, চট্টগ্রাম।

১০. কনস্টেবল/৬১২১ মোঃ জাকির হোসেন, সিএমপি, চট্টগ্রাম।

১১. কনস্টেবল/৬১৩০ রানা হামিদ, সিএমপি, চট্টগ্রাম।

১২.কনস্টেবল/মোহাম্মদ ইমরান, সিএমপি, চট্টগ্রাম।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পদক প্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

শেয়ার করুন

আরো দেখুন......